৫০ বছরের অংশীদারত্ব

ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মায় রেল সংযোগ উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশ এবং বৈশ্বিক ঋণদাতার মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার সকালে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছেছেন।  

তিনি বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন অধিবেশনে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এবং প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু অনুষ্ঠানে বক্তৃতা করবেন। বিশ্বব্যাংকের ভিপি মার্টিং সমাপণী বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী পরবর্তীতে বিশ্বব্যাংকের ইস্ট ডাইনিং রুমে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এমডি এবং ভিপিদের সাথে পূর্ণাঙ্গ অধিবেশন শেষে একটি উচ্চ পর্যায়ের মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

অনুষ্ঠানের আগে তিনি বিশ্বব্যাংকের সদর দপ্তরের শিহাতা সম্মেলন কক্ষে ব্যাংকের বোর্ডের সদস্যদের সাথে একটি বৈঠকে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে পৌঁছালে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং তার এসএআর ভিপি মার্টিন রাইজার ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি ফটো প্রদর্শনীর উদ্বোধন করবেন।

শেখ হাসিনা এর আগে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছান বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে।

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

22m ago