চাঁদপুরের অর্ধশত গ্রামে শুক্রবার ঈদ

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালনের বিষয়টি নিশ্চিত হয়। এরপর চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

রাত সাড়ে ১০টা থেকে বিভিন্ন এলাকায় এ বিষয়ে মাইকিং ও প্রচারণা শুরুর পাশাপাশি ঈদের নামাজের সময়সূচি জানিয়ে দেওয়া হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 

ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ টোরা মুন্সির গ্রামের সাবেক স্কুল শিক্ষক আব্দুর রব মাস্টার দ্য ডেইলি স্টারকে জানান, তাদের গ্রামের প্রায় ১০ হাজার লোক গত ২২ মার্চ থেকে রোজা রাখা শুরু করেন। বৃহস্পতিবার তাদের ২৯ রোজা সম্পন্ন হয়েছে। 

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানী ডেইলি স্টারকে বলেন, 'চাঁদ একটাই। শরীয়তের বিধান অনুযায়ী পৃথিবীর কোথাও চাঁদ দেখার ভিত্তিতে ঈদ পালন করা হয়।'

তার বাবা পীর মাওলানা আল্লামা ইসহাক রহমতউল্লাহ ১৯২৮ সালে এ এলাকায় সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদ উদযাপন শুরু করেন।

বর্তমানে চাঁদপুর জেলার ৫টি উপজেলার প্রায় অর্ধশত গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ তার এ রীতি অনুসরণ করছেন বলে দাবি মাওলানা জাকারিয়া চৌধুরী আল মাদানীর।

Comments

The Daily Star  | English

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

15m ago