সৌদি আরবে ঈদ আগামীকাল

প্রতীকী ছবি

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

আগামীকাল শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

দেশটির তুমাইর মানমন্দিরের চাঁদ কমিটি জানিয়েছে যে তারা শাওয়াল মাসের নতুন চাঁদ দেখতে পেয়েছে।

অর্থাৎ এ বছর রমজান মাস ২৯ দিনে। রমজান মাস শেষে  আগামীকাল শুক্রবার ঈদ।

সৌদি আরবে ঈদ উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শুক্রবার থেকে ৪ দিনের ছুটি বলে আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদির পাশাপাশি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও শুক্রবার ঈদ উদযাপিত হবে।

এদিকে, ওমান ও জাপানে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে দেশ দুটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Reform commission reports provide framework for new Bangladesh: Yunus

Earlier this morning, the chiefs of four reform commissions submitted their reports to the chief adviser

46m ago