ঝুঁকিপূর্ণ যানবাহন এড়িয়ে চলার আহ্বান পুলিশ প্রধানের
ঝুঁকিপূর্ণ যানবাহন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মহাসড়ক পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রা মোড়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
পুলিশ মহাপরিদর্শক বলেন, 'আজকে থেকে ১০-১৫ বছর আগে আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করেছি। দেখেছি, একটা মাত্র লেন ছিল এবং অনেক গাড়ি এখানে এসে আটকে গেছে। এখন সুপ্রশস্ত রাস্তা হয়েছে, ওভারপাস হয়েছে—সব মিলিয়ে চন্দ্রার অবস্থা আগের চেয়ে অনেক অনেক গুণ ভালো। উত্তরবঙ্গগামী যাত্রী সাধারণ সহজেই যেতে পারছেন এবং এখন পর্যন্ত তেমন ট্রাফিক জ্যাম পরিলক্ষিত হয়নি। যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সবাই যেভাবে কাজ করছি একই প্ল্যাটফর্মে এসে, আমি বিশ্বাস করি, যাত্রী সাধারণ নির্বিঘ্নে যার যার গন্তব্যে যেতে পারবেন।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখানকার মেইন লেন চালু আছে। আমাদের টহল দলের পাশাপাশি কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করার জন্য আমরা মোটরসাইকেল টিম রেখেছি বিভিন্ন স্থানে। কোনো কোথাও যানজট হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল টিম দিয়ে চিহ্নিত করে দ্রুততম সময়ে অপসারণ করার ব্যবস্থা নিতে পারি।'
'বিভিন্ন ট্রাকে মানুষ উঠছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নামিয়ে দিয়ে ট্রাকগুলো সরিয়ে নিচ্ছি। এরপর আবারও উঠছে। এই কাজটি আমরা নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছি। আমি যাত্রী সাধারণের কাছ থেকেও সহযোগিতা আশা করব, ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে তারা যেন নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ না করে। ছাদে ওঠার জন্য আগে যে ব্যবস্থা ছিল; সিঁড়িগুলো কিন্তু এখন নেই। এটা অপসারণ করা হয়েছে যাতে ছাদে উঠে কেউ দুর্ঘটনার শিকার না হয়,' বলেন তিনি।
Comments