কোনো পুলিশ সদস্যের অপকর্মের দায় নেবে না বাহিনী: আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ফটো

কোনো পুলিশ সদস্য কোনো ধরনের অপকর্ম করলে বা অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর দায়ভার বাহিনী বহন করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইনসে ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আগামীতে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত।'

তিনি আরও বলেন, 'পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। এ অবস্থা ধরে রাখতে পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।'

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাবনা আইজিপির সামনে তুলে ধরেন। তিনি তাদের কথা শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago