মোটরসাইকেল পারাপারে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: স্টার

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বিআডব্লিউটিসি ঈদে মোটরসাইকেল পারাপারের জন্য আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম আজ সকাল ৯ টায় শিমুলিয়া ফেরিঘাটে মোটরসাইকেল পারাপারে নিয়োজিত ফেরি 'কলমিলতা' ও 'কুঞ্জলতায়' পারাপার হওয়া মোটরসাইকেল চালক ও যাত্রীদের পারাপার পরিদর্শনে যান।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, জেনারেল ম্যানেজার (বাণিজ্য) শেখ মু নাসিম ও জেনরেল ম্যানেজার মেরিন মো. হাসিমুর রহমান চৌধুরী এ সময় চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন। 

ঈদের পর ৩ দিন পর্যন্ত মোটরসাইকেল পারাপারে ফেরিগুলোকে নিয়োজিত রাখা হবে বলে গণমাধ্যমকে জানান চেয়ারম্যান।

অন্যদিকে, বিআইডব্লিউটিসির অত্যাধুনিক যাত্রীবাহী জাহাজ 'এমভি মধুমতি' আজ সন্ধ্যা ৭টায় ঢাকা সদরঘাট (লালকুঠি) ঘাট থেকে ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালি ও বড়মাছুয়ার উদ্দেশে ঈদযাত্রা শুরু করবে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এই বিশেষ ঈদ সার্ভিসের শুভসূচনা করবেন।
 

Comments

The Daily Star  | English
Bangladesh economic growth

GDP growth overstated since 1995

Bangladesh’s economic growth has been overstated since 1995 and the practice of making inflated estimates rose after the fiscal year 2012-13, according to the findings of the white paper panel..It said Bangladesh was seen as one of the fastest-growing economies but its growth became a “par

2h ago