মানুষ সুখে ও শান্তিতে আছে, আগের চেয়ে ভালো আছে: শিক্ষামন্ত্রী

দীপু মনি, চাঁদপুর,
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যাকে মানুষ কেন বার বার ভোট দিয়ে নির্বাচিত করছেন, কারণ মানুষ সুখে ও শান্তিতে আছে এবং আগের তুলনায় অনেক ভালো আছে।

শিক্ষামন্ত্রী বলেন, 'আজকে আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে আমরা আরও ভালো অবস্থায় থাকব। যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে, এই ধারাবহিকতাও থাকবে।'

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

দীপু মনি বলেন, 'বঙ্গবন্ধুকন্যা টানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করায় দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে। কারণ, আমরা আর পিছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫০০ জায়গা বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একই দিনে ১০০টি ব্রিজ, ১০০টি সড়ক উদ্বোধন করছেন- আমরা তা দেখতে চাই।'

শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা চাই না সরকারের উচ্চপর্যায়ে যারা থাকে তারা এতিমের অর্থ আত্মাসাৎ করুক। সেজন্য বর্তমানে যে সরকার আছে, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে তার ধারাবাহিকতা আমাদের দরকার।'

'আমরা জেনেছি চাঁদপুর সদর উপজেলায় ৩২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার আছে। মোট ১ হাজার ৩৬৫ জন মানুষ বসবাস করেন এই উপজেলায়। আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন, তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অন্যের মতো সমান অধিকার নয়, আরও অতিরিক্ত সহযোগিতা দিয়ে অন্য সবার সমান জায়গায় নিয়ে আসতে বঙ্গবন্ধুকন্যার সরকার সংবিধানের নির্দেশনা অনুযায়ী করে যাচ্ছেন সক্রিয়ভাবে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা দেখেছি শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, সমতলেও বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সেজন্য ঘর করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago