ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন 

ফাইল ছবি

আসন্ন ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার রাজধানীর রেল ভবনের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রেলের টিকিট বিক্রির কার্যক্রমসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এছাড়া বিশেষ ব্যবস্থাপনায় ঈদের অগ্রিম ও ফেরত টিকিট বিক্রি করা হবে। ঢাকার বাইরে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি এবং সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঢাকা/জয়দেবপুর থেকে ঈদের ৩টি বিশেষ ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। 

ঈদের অগ্রিম টিকিট বিক্রির সূচি অনুযায়ী- ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল পাওয়া যাবে, ১৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ এপ্রিল।

এছাড়া ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হবে। ঈদের পর পুনরায় সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।

ঈদে যাত্রীদের অতিরিক্ত চাহিদা মেটাতে মোট ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি) লোকমেটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English