এ বছর হজ ফ্লাইটের ভাড়া কমানোর সুযোগ নেই: বিমান
হজযাত্রায় বিমান ভাড়া কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের আহ্বান সত্ত্বেও, এ বছর হজ ফ্লাইটের ভাড়া কমানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বিমান বাংলাদেশ।
আজ রোববার রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আজিম এ কথা বলেন।
২০২৩ সালের হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা নির্ধারণ করে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার জন। হজ প্যাকেজের খরচ প্রায় দ্বিগুণ করায় নিবন্ধনের জন্য কয়েক দফায় বাড়িয়েও সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যায় সাড়া পাওয়া যায়নি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।
Comments