শাহ আমানতে বিমান জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে।

এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), শুল্ক গোয়েন্দা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইআইডি) বৃহস্পতিবার যৌথভাবে বিমানবন্দরে অভিযান চালায়।

এ সময় দুবাইফেরত বিজি ১৪৮ বিমান ও ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

'সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা বিমানের বিজি ১৪৮ ফ্লাইট থেকে দুই কেজি ৩৩০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়েছে,' বলেন খলিল।

তিনি আরও বলেন, 'কালো ফিতা দিয়ে মোড়ানো সোনার বারগুলো দুবাই থেকে আসছিল এবং বিমানের ৯জে সিটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল,' বলেন তিনি।

সিআইআইডি চট্টগ্রাম কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ উড়োজাহাজটি জব্দ করেছে। সোনার বার পাওয়া গেছে যাত্রীদের আসন থেকে। অর্থাৎ, বিমানের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা না থাকলে এটা সম্ভব হতো না।'

তিনি বলেন, 'আমরা আইন অনুসারেই উড়োজাহাজ জব্দ করেছি। আমরা সব উড়োজাহাজ পরিচালনা সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছি যে, ফ্লাইটে সোনা পাওয়া গেলে আমরা জব্দ করবো।'

তবে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর ডেইলি স্টারকে বলেন, 'সোনা উদ্ধারের পর উড়োজাহাজটি চট্টগ্রাম থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। উড়োজাহাজ জব্দের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।'

Comments

The Daily Star  | English

Cancer causes 12% of deaths in Bangladesh annually: BSMMU study

The number of new cancer patients recorded in a year was 52.9 per 1,000 people

3h ago