হজ ফ্লাইট শুরু ২১ মে
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/05/11/hajj_flight.jpg)
স্টার ফাইল ফটো
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে আগামী ২ আগস্ট থেকে।
বিমান বাংলাদেশ বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭ এয়ারক্রাফট দিয়ে ১৫৯টি প্রাক হজ ফ্লাইট এবং ১৫২টি হজ পরবর্তী ফ্লাইট পরিচালনা করবে।
আজ রোববার দুপুরে ঢাকার কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিমানের এমডি ও সিইও শফিকুল আজিম এসব তথ্য জানিয়েছেন।
Comments