আরও ৪৪ দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা

নতুন আরও ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন বাংলাদেশিরা। বর্তমানে বাংলাদেশিরা নিজ দেশের পাশাপাশি ৫৭টি দেশের নাগরিক হতে পারেন। নতুন ৪৪ দেশ যুক্ত হওয়ায় সব মিলিয়ে এখন ১০১টি দেশ এ সুবিধার আওতায় আসবে।

আজ সোমবার মন্ত্রিসভা এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে বলে বাংলাদেশ সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ বাংলাদেশ ও এসব দেশের 'দ্বৈত নাগরিকত্ব' সংক্রান্ত প্রস্তাব দেয় বলে জানান তিনি।

নতুন এই ৪৪ দেশের মধ্যে আছে আফ্রিকা মহাদেশের মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিওন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস।

দক্ষিণ আমেরিকার ১২টি দেশও যুক্ত হয়েছে তালিকায়। এর মধ্যে আছে ব্রাজিল, বলিভিয়া, কলাম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, গায়ানা।

এ ছাড়া বাংলাদেশিরা কিউবা, ডোমিনিকান রিপাবলিক, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ফিজিরও দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন।

 

Comments

The Daily Star  | English
VAT and SD increase

Raising VAT and shrinking social protection are unwise moves

These changes in the middle of the fiscal year are unexpected and unwanted as the economy faces significant challenges.

11h ago