৩ ফসলি জমি ধ্বংস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: পিআইডি

দেশের ৩ ফসলি জমি ধ্বংস না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন, ৩ ফসলি জমি ধ্বংস করা যাবে না। ৩ ফসলি জমিতে কোনো প্রকল্প নেওয়া যাবে না। বরং এই জমিগুলোকে রক্ষা করতে হবে।'

তিনি বলেন, 'সরকারি ও বেসরকারি সকল উন্নয়ন কাজের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে। সরকার এখন নিয়মিত ৩ ফসলি জমি রক্ষার বিষয়টি পর্যবেক্ষণ করবে।'

বিভিন্ন মন্ত্রণালয় সোলার ইনস্টলেশন এবং ভবন নির্মাণের মতো উন্নয়নমূলক কাজে ৩ ফসলি জমি ব্যবহার করার জন্য কিছু প্রস্তাব পাওয়ার পর এই নির্দেশ আসে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা এ বিষয়ে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থায় আদেশ জারি করবে।

Comments

The Daily Star  | English

Passport index 2025: Bangladesh in bottom 7

Bangladesh has slipped three notches in the global passport ranking for 2025, now standing at 100th place, according to the latest index released by UK-based firm Henley & Partners yesterday.

4h ago