আখাউড়ায় ইঞ্জিন বিকল, সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ আছে।
পাহাড়িকা
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের আগে আউটার এলাকায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের ব্রেকশু ভেঙে যায়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ আছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আখাউড়ায় এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের ব্রেকশু নষ্ট হয়ে যায়। ছবি: সংগৃহীত

ওসি বলেন, 'সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের আগে আউটার এলাকায় ইঞ্জিনের ব্রেকশু ভেঙে যায়। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিঘ্নিত হয়েছে।'

আখাউড়া জংশন স্টেশনের লোকোশেড থেকে ইঞ্জিন রিপ্লেস করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। 

Comments