আরএফইডি সভাপতি সাইদুর, সম্পাদক হিমেল

সাইদুর রহমান (বামে) ও মুকিমুল আহসান হিমেল (ডানে)। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন 'রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি)' কার্যনির্বাহী কমিটির ২০২৩ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইত্তেফাক পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক সাইদুর রহমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান হিমেল। 

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত আরএফইডির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পরে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬০ জন ভোটারের সবাই ভোট দিয়েছেন। এর মধ্যে একটি ভোট বাতিল হয়েছে। 

সভাপতি পদে চ্যানেল আইয়ের সোমা ইসলামকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাইদুর রহমান। 

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৪ জন। তাদের মধ্যে মুকিমুল আহসান হিমেল ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশনের তানিয়া রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। 

অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের আরিফুল ইসলাম। 

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মানবজমিনের মো. সিরাজুস সালেকীন চৌধুরী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার টোয়েন্টিফোর ডটকমের খায়রুল ইসলাম বাশার।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ, ডিবিসি টেলিভিশনের কাওসারা চৌধুরী কুমু, বাংলাভিশনের সৈকত সাদিক ও নয়াদিগন্তের হামিদ সরকার।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আশিস সৈকত। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর জুয়েল।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

1h ago