উৎপাদন বৃদ্ধির অজুহাতে বিদ্যুতের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অপচয় ইত্যাদি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার এসব সত্য গোপন করে উৎপাদন বৃদ্ধির অজুহাতে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয়।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে।'

'বর্তমান চড়া মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচসহ সব জায়গায় এর প্রভাব পড়বে, যা বিভিন্নভাবে সাধারণ মানুষের ওপর চাপানো হবে। তাই বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক হবে না', বিবৃতিতে যোগ করা হয়।

দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ এবং এ খাতে ভুলনীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয় বিবৃতিতে।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

15h ago