রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারে বৃহৎ শিল্পখাতে যৌথভাবে প্রথম ইনসেপ্টা

শিল্পমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। ছবি: ইনসেপ্টার সৌজন্যে

বৃহৎ শিল্পখাতে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০' এ যৌথভাবে প্রথম হয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।

গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।

পুরস্কার গ্রহণ শেষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, 'রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমাদের প্রতিষ্ঠানের সবার সম্মিলিত পরিশ্রমের কারণেই আমরা এই সাফল্য পেয়েছি।'

তিনি আরও বলেন, 'ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লি. বর্তমানে কম খরচে উন্নতমানের সব জীবনরক্ষাকারী ওষুধ মানুষের হাতে দিতে পারছে। বর্তমানে পৃথিবীর ৭১টি দেশে আমরা ওষুধ রপ্তানি করছি। বাংলাদেশে উৎপাদিত কোয়ালিটি সম্পন্ন ওষুধ আমরা আরও অনেক দেশে পৌঁছে দিয়ে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে সক্ষম হবো।'    

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

14h ago