চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন

স্থপতি মোবাশ্বের হোসেন
স্থপতি মোবাশ্বের হোসেন। ছবি: সংগৃহীত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন। আজ সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

স্থপতি ইকবাল হাবিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'স্থপতি মোবাশ্বের হোসেন দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন৷ গত ২ মাস তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন৷ সেখানেই আজ ভোররাত দেড়টার দিকে তিনি মারা যান৷'

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট জানিয়েছে, মোবাশ্বের হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ দুপুর ১২টায় আগারগাঁওয়ে ই-১১, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়কের (নির্বাচন কমিশনের পূর্ব পাশে) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে নিয়ে আসা হবে৷ বাদ জোহর জানাজা শেষে তার দেহ বিএসএমএমইউ হাসপাতালে দান করা হবে।

মোবাশ্বের হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক করেন। তিনি এসোকনসাল্ট লিমিটেডের প্রধান স্থপতি ছিলেন। তিনি কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন৷

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেলস্টেশন৷

Comments

The Daily Star  | English

Stabbing Computer Traders: JCD leader held, supporters 'attack' cops

The assault occurred to free the leader from custody after his arrest over an attack on two computer traders

1h ago