বর্ণিল ঘুড়ি উৎসবে রঙিন ফরিদপুরের পদ্মাপাড়
শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে বর্ণিল ঘুড়ি উৎসব হয়েছে।
আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের হাজারো মানুষ অংশ নেন।
'চলো হারাই শৈশবে'- প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় 'টিম ফরিদপুর সিটি' নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই উৎসব উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
উৎসব দেখতে ফরিদপুর শহর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার বাসিন্দারা ভিড় করেন। সেখানে ঘুড়ি বিক্রির ব্যবস্থাও ছিল।
ফরিদপুর চরভদ্রাশন উপজেলা থেকে ঘুড়ি উৎসব দেখতে আসা আব্দুস সবুর মোল্লা বলেন, 'উৎসব দেখতে এসে মানুষের ভিড়ে দিশেহারা অবস্থা তৈরি হয়েছে। ২ কিলোমিটার আগেই ইজিবাইক ছেড়ে অনেক দূর হেঁটে আসতে হয়েছে।'
রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী বাধন পালের ভাষ্য, 'এই উৎসবে যে এত মানুষ আসে, তা নিজে এখানে না আসলে বুঝতাম না।'
আয়োজক সংগঠন টিম ফরিদপুর সিটির সভাপতি মো. এমদাদুল হাসান বলেন, 'এ উৎসবে বিজয়ী ১৫ জন প্রতিযোগীকে মুঠোফোনসহ বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়।'
ঘুড়ি উৎসব শেষে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ফানুশ উৎসব।
Comments