গ্রামবাসীর প্রতিরোধে ডাকাতির চেষ্টা ব্যর্থ, গণপিটুনিতে যুবক নিহত

স্টার অনলাইন গ্রাফিক্স

এলাকাবাসীর প্রতিরোধের মুখে ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে ডাকাতির প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।

এসময় ডাকাত সন্দেহে এক যুবককে ধরে পিটুনি দেন স্থানীয়রা। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া একটি করে রাইফেল, পিস্তল ও রামদা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার মাঝরাত সাড়ে ১২টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা তীরবর্তী ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর ভাষ্য, সাত-আট জনের একটি ডাকাতদল শুরুতেই গুচ্ছগ্রামের বিভিন্ন বাড়ির দরজা কুপিয়ে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে এলাকার গদাধর ডাঙ্গী জামে মসজিদ থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ধাওয়া দেন গ্রামবাসী। এ সময় মিরান খাঁ (৩৪) নামের একজনকে ধরে ফেলতে সক্ষম হন তারা। অন্য ডাকাতরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, মিরন খাঁর বাড়ি একই ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর কাছে। তিনি একজন দাগি ডাকাত হিসেবে এলাকায় পরিচিত।

ওই এলাকার বাসিন্দা কৃষক মনি শিকদার বলেন, রাতেই ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে ঘন কুয়াশার কারণে রাতে পুলিশ ঘটনাস্থলে আসেনি। ভোরের দিকে আহত অবস্থায় মিরান খাঁর স্বজনরা তাকে নিয়ে যায়।

ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান জানান, ভোর ৬টার দিকে মিরান খাঁকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

38m ago