তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পরিকল্পনা আছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: স্টার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে। এজন্য ভারতের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয়েছে এবং এখন বৈঠক চলছে।

আজ বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি গ্রামে মোস্তফিহাট বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, 'তিস্তা পরিকল্পনা এ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই বাংলাদেশ একতরফাভাবে কোনো কিছুই করবে না। তিস্তা নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে অবশ্যই ভারতের সঙ্গে সমঝোতা করা হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।'

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, 'দেশের সব নদ-নদী ও জলাশয় সমস্যা সমাধান করা হবে। এজন্য সরকারের পরিকল্পনা রয়েছে। খুব দ্রুত এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।'

অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago