মেঘনায় জাহাজডুবি: ৭২ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু

মেঘনায় জাহাজডুবি: ৭২ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু
রোববার ভোররাত ৪টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে ডুবে যায় জাহাজটি। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া সাগর নন্দিনী-২ জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আবদুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, প্রথমে জাহাজ থেকে তেল উত্তোলন ও বালু সরানো হবে। সকাল থেকে ২ জন ডুবুরি উদ্ধার কাজ শুরু করেছে। এটি শেষ হলে ২টি আলাদা জাহাজ দিয়ে দেশীয় পদ্ধতিতে বাকি কাজ করা হবে।

এদিকে স্থানীয় জেলেরা জানিয়েছে, গত ২ দিন নদীতে তেল ভাসতে দেখা গেলেও আজকে নতুন করে আর তেল ভাসতে দেখা যায়নি।

গত রোববার ভোর ৪টার দিকে সাগর নন্দিনী-২ জাহাজটি ভোলা সদরের তুলাতুলি নামক স্থানে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কায় ডুবে যায়। জাহাজে থাকা তেল ছড়িয়ে পড়ে নদীতে। পরে কোস্টগার্ডের প্রচেষ্টায় কিছু তেল উদ্ধার করা সম্ভব হয়।

Comments