ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১০ কিলোমিটার যানজট
ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল সীমিত করায় সেতুর পূর্ব প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টা বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, কালিহাতী উপজেলার হাতিয়া থেকে বঙ্গবন্ধু সেতুর আগে পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী ডেইলি স্টারকে বলেন, ঘন কুয়াশা ও একটি দুর্ঘটনার কারণে রাতে যান চলাচল ব্যাহত হয়েছিল। এখন পশ্চিম পাশে আর কোনো যানজট নেই।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় রাত ১টা থেকে যান চলাচল ব্যাহত হয়। রাত ৩টায় দৃষ্টিসীমা আরও কমে এলে দুর্ঘটনা এড়াতে লেন কমিয়ে সেতুর ওপরেযান চলাচল সীমিত করা হয়। এতে সেতুর উভয় প্রান্তে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। কুয়াশা কমে এলে সকাল ৮টা ১০ মিনিটে সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
শফিকুল ইসলাম বলেন, এখনো প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
Comments