বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে যানবাহন চলছে ধীরগতিতে
সকাল থেকে অতিরিক্ত গাড়ির চাপ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুটা কমতে শুরু করেছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে। তবে যানবাহন চলছে ধীরগতিতে।
আজ মঙ্গলবার প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে রওনা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন উত্তরাঞ্চলের যাত্রীরা। সকালে সেতুর পূর্ব প্রান্ত থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।
যানজট কমাতে কর্তৃপক্ষ কেবল উত্তরাঞ্চলগামী সড়ক দিয়ে যান চলাচল করানোয় দুপুর নাগাদ গাড়ির সারি কমতে দেখা যায়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম সূত্র দুপুর পৌনে ২টায় দ্য ডেইলি স্টারকে জানায়, পূর্ব প্রান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২টা ৫০ মিনিট থেকে সেতু দিয়ে শুধু উত্তরমুখী যানবাহন পার করা হচ্ছে। ঢাকামুখী গাড়ি পশ্চিম প্রান্তে থামিয়ে রাখা হয়েছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে পূর্ব সংযোগ সড়ক ক্লিয়ার হবে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, পূর্ব সংযোগ সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
তবে, যেহেতু আজ সব গার্মেন্টস কারখানাগুলো ছুটি হয়ে গেছে, বিকেল থেকে মহাসড়কে আবার গাড়ির চাপ বাড়বে।
পুলিশ, যাত্রী ও পরিবহন শ্রমিক সূত্র জানিয়েছে, দুপুর থেকে ধীরগতিতে হলেও মহাসড়কে যানবাহন চলছে।
Comments