লালমাই পাহাড়ের পাদদেশে বাইকার্সদের মিলনমেলা
কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে স্কাউট গ্রাউন্ডে শুরু হয়েছে ৩ দিনব্যাপী বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্টের সিজন সেভেন। সারাদেশ থেকে প্রায় ১ হাজার বাইকার এ আয়োজনে অংশগ্রহণ করছেন।
গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশ-বিদেশে মোটরবাইক ভ্রমণের অভিজ্ঞতা সম্পন্ন বাইকাররা তাদের অভিজ্ঞতা একে অন্যের মাঝে ছড়িয়ে দেবেন। এ ছাড়া সৌখিন বাইকাররা পাচ্ছেন পেশাদার বাইকারদের কাছ থেকে নিরাপদে মোটরসাইকেল ভ্রমণ সম্পর্কে নানা পরামর্শ।
শুক্রবার বিকেলে স্কাউট গ্রাউন্ডের মঞ্চে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বাইকারর্স ফেস্টের মূল অনুষ্ঠান। নানান স্পোর্টস শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দেশের সবচেয়ে বড় বাইকারস ফেস্টে অংশ নিচ্ছেন বাইকাররা।
সিলেট থেকে আসা বাইকার বিষ্ণু দ্য ডেইলি স্টারকে বলেন, 'শখের বশে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুড়ে বেড়াই। মূলত দেশের প্রায় সব বাইকারদের ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে আমরা ফলো করি। কিন্তু সামনা সামনি আমাদের খুব একটা দেখা হয় না। এই ফেস্টের মধ্য দিয়ে আমরা একসঙ্গে হতে পারি।'
বিভিন্ন বাইকারদের সঙ্গে আলাপ করে জানা যায়, এই উৎসবের মধ্য দিয়ে তারা আরও অনেক বাইকারদের সঙ্গে তথ্য আদান-প্রদানের সুযোগ পাবে। ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং নিরাপদে বাইক চালানোর নানান কৌশল একে অপরকে জানাতে পারবে।
আয়োজকদের একজন কুমিল্লার স্থানীয় মালেক খসরু উষা দ্য ডেইলি স্টারকে জানান, কুমিল্লার ফিউরিয়াস মটো ক্লাবের উদ্যোগে এই উৎসবে সারা দেশের বাইকাররা প্রতিবছর একসঙ্গে হয়ে তাদের অভিজ্ঞতা আদান প্রদান করেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রংপুরসহ বিভিন্ন অঞ্চলের ১ হাজার বাইকার এবার কুমিল্লায় এসেছেন। তারা ২ রাত ৩ দিন কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে তাবুতে ক্যাম্পিং করবেন এবং নিরাপদ বাইক ভ্রমণ নিয়ে আলোচনা করবেন।
Comments