বুলডোজার গেলে সীমানা মাপা হবে না, দখলদারদের উদ্দেশে ডিএনসিসি মেয়র

গুলশানে শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ছবি: স্টার

'যারা মাঠ, ফুটপাত ও খালের পারে অবৈধভাবে দখল করেছে তাদের বলতে চাই নিজেরা অবৈধ দখল সরিয়ে নিন। নইলে বুলডোজার যখন যাবে তখন কিন্তু আর সীমানা মাপা হবে না যে কতখানি দখল করেছেন আর কতখানি বৈধ জায়গা। আমরা অভিযান পরিচালনা করব। দখল করা সব জায়গা পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।'

সোমবার দুপুরে গুলশানে শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, 'মহান স্বাধীনতার অন্যতম সংগঠক শহিদ তাজউদ্দীন আহমদ এর নামে পার্কটি নামকরণ করতে পেরে ডিএনসিসি কৃতার্থ। মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, জাতীয় চার নেতার ইতিহাস সবাইকে জানতে হবে। শহিদ তাজউদ্দীন আহমদ এর স্মৃতি রক্ষার্থে এই পার্ক ভূমিকা রাখবে।'

এ সময় তিনি বলেন, 'আমরা ২৪টি পার্ক ও মাঠ নির্মাণ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। মাঠ ও পার্কগুলো উন্মুক্ত করার পরে এগুলো রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে একটি চুক্তি করে দায়িত্ব দেওয়া হবে।'

সারফেস ড্রেন ও খাল দূষণের কথা তুলে ধরে মেয়র বলেন, 'গুলশান, বারিধারা, বনানী, নিকেতন এসব লেকগুলোতে আমরা মাছ ছাড়তে গিয়েছিলাম। কিন্তু পানির দূষণের কারণে আমরা মাছ ছাড়তে পারিনি। জীব বৈচিত্র্য আনতে পারিনি। কারণ অভিজাত এলাকায় অভিজাত শ্রেণির মানুষরাই তাদের বাড়ির পয়ঃ বর্জ্যের লাইন সরাসরি যুক্ত করে দিয়েছেন লেকে। এসব এলাকায় যারা অবৈধভাবে লাইন দিয়ে রেখেছেন তাদের বিরুদ্ধে আমরা আগামী ৪ জানুয়ারি থেকে অভিযান শুরু করব। আমরা তালিকা তৈরি করেছি। এখানে কেউ ছাড় পাবেন না।'

হোল্ডিং ট্যাক্স দিতে সিটি করপোরেশন অফিসে যেতে নিষেধ করে ডিএনসিসি মেয়র বলেন, 'আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কেউ হোল্ডিং ট্যাক্স দিতে সিটি করপোরেশন অফিসে যাবেন না। কারণ সব খানের মতো সিটি করপোরেশনেও কিছু অসৎ ব্যক্তি আছে, তারা তখন সাধারণ জনগণকে দেখিয়ে দেয় আকাশের যত তারা সিটি করপোরেশনের তত ধারা। তারা মানুষকে দেখায় ট্যাক্স পরিশোধ করা কঠিন। এর ফলে তারা অবৈধ সুবিধা নেয়। সে কারণে সেই ভোগান্তির মধ্যে না গিয়ে আপনারা অনলাইনে সিটি করপোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন। তাহলে কোনো ভোগান্তি হবে না এবং অসাধুরা ফায়দা নিতে পারবে না। অনলাইনেই সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে। সেখান থেকেই আপনারা সিটি করপোরেশনের ট্যাক্স দিতে পারবেন।'

তিনি আরও বলেন, 'ট্রেড লাইসেন্সও আমরা অনলাইনের মাধ্যমে দিতে শুরু করেছি। কত ভোগান্তি একটা ট্রেড লাইসেন্স আনতে গেলে। নাগরিক সেবা দেওয়ার উদ্যোগ থেকে এই ভোগান্তি আমরা চাই না। ভোগান্তি ছাড়া যেন নাগরিকরা সব ধরনের কাজ করতে পারেন সেই ব্যবস্থার লক্ষ্যেই আমরা অনলাইনে কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি যারা নিজ বাড়িতে বৃষ্টির পানি সংগ্রহ করবেন তাদের হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেবে ডিএনসিসি। যারা সঠিক নিয়ম মেনে ছাদ বাগান করবেন অর্থাৎ যাদের ছাদ বাগানে মশা জন্মাবে না তাদের জন্যও ছাড় দেওয়া হবে।

'সবার ঢাকা' অ্যাপে শহরের সমস্যা নিয়ে অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে মেয়র বলেন, 'আপনারা শহরের যেখানে যেকোনো সমস্যা দেখবেন, আপনারা শুধু ছবি তুলে সবার ঢাকা অ্যাপে জানিয়ে দেবেন সমস্যার কথা। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ।

উল্লেখ্য, স্বাধীনতার অন্যতম সংগঠক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদ' এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে গুলশান সেন্ট্রাল পার্কের নামকরণ করা হয়েছে 'শহিদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক'।

Comments

The Daily Star  | English

'State intelligence agency' is attempting to form political party, Rizvi alleges

Doubts are growing as to whether there are subtle efforts within the government to weaken and break the BNP, he also said

2h ago