স্কুলের প্রজেক্টরে খেলা দেখতে না দেওয়ায় শিক্ষককে মারধর

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার জন্য স্কুলের প্রজেক্টর ও ল্যাপটপ না দেওয়ায় এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক আনোয়ার হোসেন বিচার চেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার জন্য শিমলা-রোকনপুর ইউনিয়নের সদস্য রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ের প্রজেক্টর ও ল্যাপটপ চাইতে আসেন। এসময় তিনি প্রধান শিক্ষকের অনুমিত নিতে বলেন। কিন্তু তারা প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে তাকে দিতে বলেন। এসময় তিনি দিতে অস্বীকৃতি জানালে ইউপি সদস্য রাকিব হোসেনসহ কয়েকজন তাকে মারধর করেন এবং জামার কলার ধরে স্কুলের বাইরে নিয়ে আসেন।

তবে অভিযুক্ত ইউপি সদস্য রাকিব হোসেন বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি ডেইলি স্টারকে বলেন, '৪ দিন আগে প্রধান শিক্ষক ল্যাপটপ ও প্রজেক্টর দিতে রাজি ছিলেন। কিন্তু আজ গ্রামের কয়েকজন প্রজেক্টর নিতে গেলে তিনি দিতে অস্বীকৃতি জানায়। এসময় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।'

তিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গ্রামের কয়েকজন বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার জন্য বিদ্যালয়ের প্রজেক্টর নিতে আসেন। এসময় শিক্ষক রেজাউল ইসলাম পরীক্ষার ফলাফল তৈরির কাজ করছিলেন। তিনি দিতে অস্বীকৃতি জানান। তখন আমার সামনেই রেজাউলকে তারা মারতে থাকেন। পরে তারা গালিগালাজ করে রেজাউলের জামার কলার ধরে স্কুলের বাইরে বের করে দেন। আমি এ ঘটনার বিচার চাই।' 

এ বিষয়ে কালীগঞ্জের ইউএনও সাদিয়া জেরিন ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Public admin, judiciary reform commissions submit reports to CA

The heads of the commissions submitted the reports to the chief adviser at the State Guest House Jamuna

26m ago