ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক,
ছবিটি সাভার থেকে শুক্রবার সন্ধ্যায় তোলা। ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে মহাসড়ক ২টিতে এ যানজট সৃষ্টি হয়।

যানজটে শতশত যানবাহ আটকে আছে। ফলে, হাজারো মানুষকে পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।

জানা গেছে, আজ শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের স্মৃতিসৌধ এলাকা থেকে মানিকগঞ্জের দিকে নয়ারহাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ও ঢাকার দিকে বিশমাইল পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এদিকে নবীনগর-চন্দ্রা হাইওয়ের নবীনগর থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে, সন্ধ্যার পর যানজট একটু কমেছে।

ঢাকা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিজয় দিবস উপলক্ষে হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন। এছাড়া আজ বন্ধের দিন থাকায় সড়কে যানবাহনের চাপ আছে। এ কারণে মহাসড়ক ২টিতে যানজট সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিরসনে কাজ করছি। বিকেলে বেশি থাকলেও সন্ধ্যার দিকে কিছুটা হলেও কমেছে। আশাকরি অল্প সময়ের মধ্যেই যানজট ক্লিয়ার হবে।'

পথচারী মোহন মিয়া বলেন, 'স্মৃতিসৌধে গিয়েছিলাম। যানজটে গাড়ি আটকে আছে, তাই পায়ে হেটে সাভারের দিকে যাচ্ছি।'

Comments

The Daily Star  | English

CEC, 4 election commissioners sworn in

Chief Justice Syed Refaat Ahmed administered the oath at the Supreme Court Judges' Lounge in the afternoon

17m ago