বীরগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে কৃষকের মানববন্ধন 

শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহালের সামনে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আত্রাই নদীতে বলদিয়াপাড়া বালুমহাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের জন্য সৃষ্ট ভাঙনে নদীপাড়ের আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করার পাশাপাশি নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার শত শত কৃষক।

আজ রোববার সকালে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালু মহালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, 'ফসলি জমিতে পাট, ধান,সরিষা, ভূট্টাসহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকরা জীবিকা নির্বাহ করেন এই জমির ফসল দিয়ে। কিন্তু সরকারি বালুমহাল থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এ কারণে ইতোমধ্যে ১৫ একরের মতো জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও শত শত বিঘা আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে আছে।'

মো. আশরাফুল নামের আরেক কৃষক অভিযোগ করে বলেন, 'এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

এ অবস্থায় যত দ্রুত সম্ভব ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করার পাশাপাশি নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষকরা।

মানবন্ধনে আরও বক্তব্য দেন শতগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুল সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, প্রমুখ।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

9m ago