গোলাপবাগ মাঠ পরিদর্শনে র্যাব
রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি। এ অবস্থায় আজ শুক্রবার বিকেলে মাঠটি পরিদর্শন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
সরেজমিনে গোলাপবাগ মাঠে গিয়ে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে র্যাবের একটি দল মাঠে প্রবেশ করে। শতাধিক র্যাব সদস্য মাঠের বিভিন্ন অংশে গিয়ে পর্যবেক্ষণ করে।
মাঠ পরিদর্শনকালে র্যাব-১০ এর কমান্ডিং অফিসার ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, 'মাঠের আশেপাশে কিছু উঁচু ভবন ও নির্মাণাধীন ভবন থাকায় মাঠ পরিদর্শন করে নিরাপত্তা সংক্রান্ত কিছু ত্রুটি খুঁজে পেয়েছি। ডিএমপি ও র্যাব এসব ঝুঁকি কাটিয়ে ওঠার চেষ্টা করবে।'
এর আগে দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নেতৃত্বে একটি দল মাঠ পরিদর্শনে যায়।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, 'আমরা মাঠ পরিদর্শন করেছি। এখন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর মাঠটি বিএনপিকে সমাবেশের জন্য বরাদ্দ হবে কি না, তা জানানো হবে।'
শনিবারের সমাবেশের জন্য গতকাল রাতে বিএনপি কমলাপুর মাঠের কথা প্রস্তাব করলেও পুলিশ মিরপুর বাঙলা কলেজের মাঠ প্রস্তাব করেছিল।
আজ দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, 'রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার বিষয়ে পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।'
Comments