বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত

বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। এবারের নিষেধাজ্ঞায় রুমা ও রোয়াংছড়ির সঙ্গে আবারও থানচি উপজেলাকে যুক্ত করা হয়েছে।  
পার্বত্য জেলা বান্দরবান। ছবি: স্টার

বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। এবারের নিষেধাজ্ঞায় রুমা ও রোয়াংছড়ির সঙ্গে আবারও থানচি উপজেলাকে যুক্ত করা হয়েছে।  

গত বৃহস্পতিবার বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মাধ্যমে বান্দরবানে প্রথম ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। দ্বিতীয় দফায় এই নিষেধাজ্ঞা ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এরপর তৃতীয় দফায় ৩০ অক্টোবর থানচি ও আলীকদম উপজেলাকে সংযুক্ত করে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় ৪ নভেম্বর পর্যন্ত।

পরে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। ৮ নভেম্বর এক গণবিজ্ঞপ্তিতে আলীকদম বাদ দিয়ে ১২ নভেম্বর পর্যন্ত রুমা, রোয়াংছড়ি ও থানচি এই ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখে জেলা প্রশাসন।

এরপর আবারও এই নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর বৃদ্ধি করা হয়। পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞা ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর, ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।

সবশেষ গত বৃহস্পতিবার রুমা ও রোয়াংছড়িসহ নতুন করে আবারও থানচি উপজেলাকে অন্তর্ভুক্ত করে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল স্থানীয় প্রশাসন।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

8h ago