তিস্তায় প্রাচীন ও এতিহ্যবাহী শিবমন্দিরের দানবাক্স লুট

প্রাচীন এই মন্দিরটির অবস্থান লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা বাজারে। ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী শিব মন্দিরে হামলা চালিয়ে শিবলিঙ্গ ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। এসময় তারা মন্দিরের দানবাক্স ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে।

আজ শুক্রবার ভোররাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন মন্দির কমিটির সদস্যরা। 

মন্দির কমিটির সভাপতি সুরেশ প্রসাদ গুপ্ত ডেইলি স্টারকে জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৬টার  দিকে মন্দিরে পূজা করতে আসেন পূজারি তপন চন্দ্র। তিনি দেখেন দানবাক্সটি ভাঙা। পূজারি তাৎক্ষনিক মন্দির কমিটির সদস্যদের ডেকে নিয়ে আসেন। 

সুরেশ প্রসাদ গুপ্ত বলেন, 'তিস্তা বাজারে শ্রীশ্রী শিব মন্দিরটি কয়েকশ বছরের পুরনো মন্দির। স্থানীয় ভক্তসহ দূর-দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন পূজা করতে। গেল ১ বছর ধরে দানবাক্সটি খোলা হযনি। এতে কি পরিমানে দানের টাকা রয়েছে সেটা বলা সম্ভব নয়। এর আগে কোনোদিনই এই মন্দিরে এমন ঘটনা ঘটেনি।'  

মন্দির কমিটির সদস্য মাখন লাল দাস ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি তিস্তা এলাকায় মাদক কারবারী ও সেবনকারীর সংখ্যা বেড়ে গেছে। হয়তো এ চক্রের সদস্যরা মন্দিরের দানবাক্স লুট করতে গিয়ে শিবলিঙ্গটি ভাঙচুর করেছে।'

মন্দিরে হামলা ও দানবাক্স লুটকারী দূর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মাখন লাল দাস।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার যথাযথ তদন্ত করছে। এর সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।'

Comments

The Daily Star  | English

Netanyahu approves Lebanon ceasefire deal ‘in principle’: media

Israeli Prime Minister Benjamin Netanyahu approved the emerging ceasefire deal with Hezbollah "in principle" during a security consultation with Israeli officials on Sunday night, a source familiar with the matter said

8m ago