আইএমএফের ঋণ নেব, কিন্তু কঠিন শর্তে না: কাদের

সরকার কঠিন শর্তে আইএমএফের ঋণ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

সরকার কঠিন শর্তে আইএমএফের ঋণ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তবে, কঠিন শর্ত কী, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, 'ডলার সংকট ও বৈদেশিক রিজার্ভের ওপর চাপ থাকায় আমাদের ঋণ প্রয়োজন। আমরা আইএমএফের ঋণ নেব, তবে কঠিন শর্তে নয়।'

'আলোচনা চলছে। যা যৌক্তিক, তা আমরা মেনে নেব। টাকা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা ঋণ নেব। কিন্তু কঠিন শর্তে নয়', বলেন তিনি।

কঠিন শর্ত বলতে কী বোঝানো হয়েছে, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, 'আপনার সাধারণ জ্ঞান প্রয়োগ করুন।'

'আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না', যোগ করেন সেতুমন্ত্রী।

Comments

The Daily Star  | English
Two men running away from a  goat wearing sunglasses

The incredible ‘goatness’ of being

The town is abuzz about how the astronomical price of a goat led to the opening of a gigantic can of worms

10h ago