'ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সঙ্গে কাজ করবে বাংলাদেশ'

Law minister
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

মানবাধিকারের প্রসার ও সুরক্ষায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।  

মঙ্গলবার জেনেভায় নবনিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তার্কের সঙ্গে বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এ অঙ্গীকার করেন।  

বৈঠকে আইনমন্ত্রী জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তার দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা উল্লেখ করেন।  

পাশাপাশি আইনমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টাকে সফল করতে জাতিসংঘকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। এসময় হাইকমিশনার রোহিঙ্গাদের আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকারের মানবিক উদারতার ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাতের শুরুতে আইনমন্ত্রী নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে অভিনন্দন জানান। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ভলকার তার্ক জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।  

বৈঠকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী গত সোমবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার নবনিযুক্ত মহাপরিচালক গিলবার্ট এফ হংবোর সঙ্গেও সাক্ষাৎ করেন। এসময় তিনি শ্রম অধিকার রক্ষায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মহাপরিচালককে অবহিত করেন। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন। 

 

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

2h ago