ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকালে জেলার মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে খুঁটির নিচে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি ও সরঞ্জামও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির দেহের অধিকাংশ ঝলসে গেছে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।'
 

Comments

The Daily Star  | English

Adviser AF Hassan Ariff passes away

He was the incumbent adviser to the ministries of land, and civil aviation and tourism

1h ago