১ লাখ ৬ হাজার কোটি টাকার অডিট আপত্তি সংসদে

জাতীয় সংসদের অধিবেশনের ফাইল ছবি

জাতীয় সংসদে ১ লাখ ৬ হাজার ৪৭৯ কোটি ২৮ লাখ টাকার ৬৯০টি অডিট আপত্তি উত্থাপন করা হয়েছে। সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী আজ সংসদে ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংবিধানের ১৩২ অনুচ্ছেদে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের রিপোর্ট উপস্থাপন সম্পর্কে বলা আছে, 'প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্টসমূহ রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন।'

সংসদে উত্থাপিত প্রতিবেদনে দেখা গেছে ২০১৯-২০ অর্থবছরে সর্বোচ্চ ৬৮ হাজার ৯৯৭ কোটি টাকার ৩০টি আপত্তি রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন ও সদ্য সমাপ্ত উন্নয়ন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বরাদ্দ-ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য হিসাবের ওপর কমপ্লায়েন্স অডিট।

এরপরেই আছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ২০১৯-২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট। প্রতিষ্ঠানটির ১২টি আপত্তিতে জড়িত টাকার পরিমাণ ১৪ হাজার ৩৯২ কোটি।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

"A list of around 400 retired officials is currently under review though it remains unclear how many of them will eventually be promoted"

10h ago