চিকিৎসার জন্য জার্মানি-যুক্তরাজ্যের উদ্দেশে রাষ্ট্রপতি

ছবি: বাসস

জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা ও যুক্তরাজ্যে চোখের চিকিৎসা নিতে ১৬ দিনের সফরে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শনিবার ভোররাত ৩টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইট (কিউওয়াই ৬৩৯) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি হাসপাতালে চোখের চিকিৎসা নেবেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।

আগামী ১৩ নভেম্বর লন্ডন থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Kuet returns to normalcy after 65 days of unrest

Around 10:00am, only a few police officers were seen patrolling near the main gate

1h ago