ভাসানচরের পথে আরও ১ হাজার ১০৩ রোহিঙ্গা

রোহিঙ্গা
কক্সবাজার থেকে চট্টগ্রাম পাঠানোর উদ্দেশে রোহিঙ্গাদের বাসে উঠানো হচ্ছে। ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ১৭তম ধাপে আরও মোট ১ হাজার ১০৩ জন রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোট ২৩টি বাসে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম পাঠানো হয়।

রোববার দিবাগত রাত সোয়া ১২টায় উখিয়া ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ১৭তম ধাপে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মোট ৯৬৩ জন এবং ভাসানচর থেকে উখিয়ায় বেড়াতে যাওয়া আরও ১৪০ জনসহ মোট ১ হাজার ১০৩ রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম পৌঁছানোর পর সেখান থেকে তাদের ভাসানচরের  রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে বলে জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Khaleda departs for London

The air ambulance ferrying the former prime minister departed from Hazrat Shahjalal International Airport at 11:47pm

7h ago