ভাসানচরে পৌঁছেছেন রোহিঙ্গারা
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পৌঁছেছেন রোহিঙ্গারা।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে তারা এখানে এসে পৌঁছান।
ভাসানচরে ১ হাজার ৬৪২ রোহিঙ্গার জন্যে ৭৬৮টি রুম বরাদ্ধ রাখা হয়েছে।
ভাসানচরে আসার পর সেখানকার পরিবেশ দেখে রোহিঙ্গারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
কমোডোর এএ মামুন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘রোহিঙ্গারা পৌঁছানোর ভাসানচরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আশা করি, ইউএনএইচসিআর, আইওএম ও অন্যান্য সংস্থা ভাসানচরে আসবে এবং সেখানকার সুযোগ-সুবিধা দেখবে। তারাও এখানকার পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করবেন।’
‘গত দুই-আড়াই বছরে এই দ্বীপের ওপর দিয়ে ফণী, বুলবুল ও আম্ফান ঝড় বয়ে গেলেও এখানে কোনো ক্ষতি হয়নি’ বলেও মন্তব্য করেন এএ মামুন চৌধুরী।
এর আগে, সকাল ৯টার দিকে রোহিঙ্গারা চট্টগ্রাম থেকে সাতটি নৌযানে করে ভাসানচরের উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন:
Comments