উখিয়ায় ‘আরসা’ সদস্যদের মারধরে ১ রোহিঙ্গা নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরসা সদস্যদের বিরুদ্ধে।

আজ বুধবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেতুর নিচে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আমির জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. ইসহাক (৪৮) উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা ছিলেন।

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে এপিবিএন কর্মকর্তা আমির জাফর বলেন, 'ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে তাকে কুতুপালং ২ (পূর্ব) ক্যাম্পের সেতুর নিচে নিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।'

খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

'নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন আছে,' বলেন আমির জাফর।

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।'

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago