সিরাজগঞ্জ

বৈষম্যবিরোধী কমিটি বিলুপ্তির দাবিতে রেলপথ অবরোধ, ১ ঘণ্টা পর চালু

শিক্ষার্থীদের অবরোধ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটিতে স্থান না পাওয়ায় মহাসড়কের পর রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেল ৪টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যমুনা সেতু পশ্চিম গোল চত্বরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

সন্ধ্যার পর শিক্ষার্থীরা যমুনা সেতু পশ্চিম রেল স্টেশনে গিয়ে রেললাইন অবরোধ করে। এতে উত্তর ও দক্ষিণ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সেনাবাহিনী, পুলিশ ও ইউএনও সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়ক ও রেলপথ ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে লালমনি এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস আটকা পড়ে। 

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক চিঠিতে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। 

এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়।

এরপর থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীদের একাংশ। রোববার বিকেলে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক অবরোধ করেন তারা। সেই সময়েও মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Comments