আশুলিয়ায় বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবি ও বহিরাগতদের দিয়ে হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের ২ পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় সড়ক অবরোধ করেন জনরন সোয়েটারের শ্রমিকরা৷ দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদনটি লিখা পর্যন্ত এ অবরোধ চলমান।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতন ও কারখানার কিছু কর্মকর্তাকে ছাঁটাইয়ের দাবি করে আসছিলেন শ্রমিকরা। এ দাবিতে গতকাল বিকেল থেকে কারখানার ভেতরে তারা আন্দোলন করতে থাকেন। সেসময় মোটরসাইকেলে করে বহিরাগতরা এসে শ্রমিকদের ওপর হামলা করে। এতে কয়েকজন শ্রমিক গুরুত্বর আহত হন। পরে আজ সকালে প্রথমে জামগড়া এবং পরে নিশ্চিন্তপুরে কারখানাটির সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফর বলেন, 'কারখানায় বেতন নিয়ে ঝামেলা চলছিল। গতকাল বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দিতে পারেনি। এ ছাড়া, শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখব। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago