বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা
![বকেয়া বেতন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বেক্সিমকো, গাজীপুর, শিল্প পুলিশ, বকেয়া বেতন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, বেক্সিমকো, গাজীপুর, শিল্প পুলিশ,](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/11/22/beximco.jpg)
বকেয়া বেতন পেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর চক্রবর্তী মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছেন বেক্সিমকোর শ্রমিকরা।
গতকাল বৃহস্পতিবার রাতে বেক্সিমকো কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছে।
গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।
তবে, কারখানায় কাজ শুরু বিষয়ে জানতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের করা চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
এর আগে, গত ১৪ নভেম্বর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলনে শুরু করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
শিল্প পুলিশের তথ্য মতে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী আছেন।
Comments