নলকূপের পানি পান করে ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থের অভিযোগ 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নলকূপের পানি পান করে একটি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

আজ বুধবার দুপুরে উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পরে তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । 

বিদ‍্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাজুল ইসলাম জানান, বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। বুধবার টিফিনের বিরতির সময় শিক্ষার্থীরা নলকূপের পানি পান করার পর অসুস্থতার কথা জানায়।

নলকূপের পানি থেকেই অসুস্থতা কি না তা নিশ্চিতে নলকূপের পানি পরীক্ষা করা হবে বলে জানান তিনি।  

বিদ্যালয়েরা (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আলতাফুর রহমান বলেন, বিভিন্ন শ্রেণির ৫০-৬০ জন শিক্ষার্থী অসুস্থতার কথা জানালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামান বলেন, বেলা ২টার দিকে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন আশঙ্কামুক্ত। এর মধ্যে ৭জন শিক্ষার্থীর মাঝে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার লক্ষণ দেখা গেছে। এদের মধ্যে দুই জনের অসুস্থতার মাত্রা বেশি। বাকি শিক্ষার্থী ভয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে মনে হয়েছে। সুস্থবোধ করার সাথে সাথে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নলকূপটির পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কীটনাশক কিংবা ক্ষতিকারক কিছু মেশানো হয়েছিল কিনা তা পরীক্ষার পর বোঝা যাবে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহ্নি শিখা আশা বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেথতে ওসিকে বলা হয়েছে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

6h ago