তিতাসের বুকে নৌকাবাইচ

নৌকাবাইচ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: মাসুক হৃদয়/স্টার

ভাদ্রের তপ্ত বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর বুকে আনন্দ-উচ্ছ্বাসে, হাজারো দর্শকের করতালিতে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

রোববার বিকেলে শহরের শিমরাইলকান্দি শ্মশানঘাট এলাকা থেকে শুরু হয়ে মেড্ডা এলাকার কালাগাজীর মাজার পর্যন্ত অংশে এ বাইচ হয়। 

নৌকাবাইচ উপলক্ষে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দুপুর গড়ানোর আগেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকেরা নদীর দুই পাড়ে হাজির হতে থাকে। 

নৌকাবাইচ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: মাসুক হৃদয়/স্টার

এছাড়াও হাজারো উৎসুক নারী-পুরুষ নৌকাবাইচ দেখতে তিতাসের বুকে উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত শিমরাইলকান্দি সেতুর উপর ভিড় করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে দারাজ বাংলাদেশ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড।

নৌকাবাইচ
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছবি: মাসুক হৃদয়/স্টার

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, গত ২ বছর করোনাভাইরাসের কারণে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। জেলার বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ, নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে ১৩টি নৌকা মোট ৫ পর্বে এবারের প্রতিযোগিতায় অংশ নেয়।

বিকেল সাড়ে ৩টার দিকে শিমরাইলকান্দি শ্মশানঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রতিযোগিতায় প্রথম এম আব্দুল আলীর দলকে নগদ ১ লাখ টাকা, দ্বিতীয় মো. জাকির হোসেনের দলকে ৬০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী সেলিম ভূঁইয়ার দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

Comments

The Daily Star  | English
compensation for uprising martyrs families

Each martyr family to get Tk 30 lakh: Prof Yunus

Vows to rehabilitate them; govt to bear all expenses of uprising injured

6h ago