সিঙ্গাপুরের ৪২তম ধনী সামিট গ্রুপের আজিজ খান: ফোর্বস

আজিজ
মুহাম্মদ আজিজ খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিনের ২০২২ সালে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪২তম অবস্থানে আছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

বাংলাদেশি এই উদ্যোক্তার মোট সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছে ফোর্বস।

৬৭ বছর বয়সী মুহাম্মদ আজিজ খান বাংলাদেশের বিদ্যুৎশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ নাম।

সামিট গ্রুপ বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়েল এস্টেট এবং এলপিজির ব্যবসা করে প্রতিষ্ঠানটি।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠান এবং সিঙ্গাপুর এক্সচেঞ্জের তালিকাভুক্ত।

প্রতিষ্ঠানটির অধীনে মোট ১৮টি পাওয়ার প্ল্যান্টে ২ হাজার ২৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। ১৯৭৩ সালে প্রথম ব্যবসা শুরু করেন তিনি।

২০১৮ সালে তার মোট সম্পদের পরিমাণ ছিল ৯১০ মিলিয়ন ডলার। ওই বছর তিনি ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৩৪তম ধনী ব্যক্তি ছিলেন। 

২০১৯ সালের জাপানের পাওয়ার জেনারেশন কোম্পানি জেরার কাছে সামিটের ২২ শতাংশ শেয়ার ৩৩০ মিলিয়ন ডলারে বিক্রি করেন। 

তার সম্পদের পরিমাণ ২০২০ সালে ছিল ৯৫৫ মিলিয়ন, ২০২১ সালে ৯৯০ মিলিয়ন ডলার এবং এ বছর তিনি বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেন।

Comments

The Daily Star  | English

Govt to expedite hiring of 40,000 for public sector

The government has decided to expedite the recruitment of 6,000 doctors, 30,000 assistant primary teachers, and 3,500 nurses to urgently address the rising number of vacancies in key public sector positions.

7h ago