পদ্মা সেতু চালুর ২ মাস পর শিমুলিয়া-মাঝিকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চালু
পদ্মা সেতু চালুর দুই মাস পর মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে শিমুলিয়াঘাট থেকে প্রথম লঞ্চটি ছেড়ে যায়।
তবে লঞ্চগুলো অল্প যাত্রী নিয়ে চলাচল করলেও, যাত্রীর অভাবে স্পিডবোট চলাচল করেনি।
দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত মাঝিকান্দি ঘাট থেকে ৫টি লঞ্চ এসেছে শিমুলিয়ায়। আর শিমুলিয়াঘাট থেকে ৩টি লঞ্চ মাঝিকান্দি ঘাটে গিয়েছে। তবে এসব লঞ্চগুলোতে ৭-৮ জন যাত্রী ছিল।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পদ্মা সেতু চালুর পর যাত্রীর অভাবে ঘাটে অচল অবস্থা তৈরি হয়। ঘাট সংশ্লিষ্টদের পারাপারের জন্য আবার নৌযান চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, 'প্রথম দিন না জানার কারণে ঘাটে তেমন যাত্রী নেই। সবচেয়ে বেশি একটি লঞ্চে ১৫ জন যাত্রী ছিল। আর স্পিডবোট ঘাটে যাত্রী নেই, কারণ ১৫০ টাকা দিয়ে সেতু ব্যবহার করা সুবিধাজনক।'
এই কর্মকর্তা জানান, লঞ্চে যাত্রীপ্রতি ভাড়া ৫৫ টাকা ও নদী পার হতে ১ ঘণ্টা ১০-১৫ মিনিট সময় লাগছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ চলবে, যাত্রীদের উপস্থিতি বুঝে লঞ্চ সংখ্যা বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
Comments