ছোট জাতিসত্তাগুলোর ওপর নিপীড়ন আজও চলছে: সিপিবি

ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা-সংস্কৃতি চর্চা ও বিকাশের অধিকার সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আগামীকাল ৯ আগস্ট 'আন্তর্জাতিক আদিবাসী দিবস' উপলক্ষে দেশের সব ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের শুভেচ্ছা জানিয়ে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৮ সোমবার এক বিবৃতিতে বলেন, 'বাংলাদেশের আদিবাসীরা বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল জাতিগত শোষণের সমাপ্তি ঘটানো। কিন্তু দেশের সংবিধানে এখনো আদিবাসীদের স্বীকৃতি মেলেনি। দেশে পাহাড় ও সমতলের ছোট জাতিসত্তাসমূহের ওপর নানা ধরনের নিপীড়ন আজও চলছে।'

সিপিবির নেতারা বলেন, 'প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। নিজের ভাষা, সংস্কৃতি চর্চার স্বাধীনতা রয়েছে। প্রতিটি জাতিকে তার নিজস্ব ভাষায় শিক্ষার সুযোগ করে দিতে হবে। ভাষা ও বর্ণমালার এবং তাদের ভাষায় শিক্ষা জীবন শুরুর ব্যবস্থা করতে হবে। প্রতিটি জাতির মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকাশে উদ্যোগ নিতে হবে।'

তারা বলেন, 'পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের ২৪ বছর পরও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। পার্বত্য এলাকায় অস্থিরতা বিরাজ করছে। নানা মহলের উসকানিতে ভ্রাতৃঘাতী সংঘাতে জীবন হারাচ্ছে পাহাড়ের আদিবাসীরা। নিরাপত্তার ও উন্নয়নের নামে উচ্ছেদ এবং ভাষা-সংস্কৃতির ওপর আঘাতসহ নানা ধরনের নিপীড়ন চলছে।'

বিবৃতিতে পাহাড়ে ও সমতলে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের ওপর নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানানো হয়। 

সমতল ও পাহাড়ের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের উন্নয়নের জন্য তাদের নিজস্ব গণতান্ত্রিক আকাঙ্ক্ষা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত, ভূমি সমস্যার সমাধান সহ প্রশাসনিক ও অন্যান্য উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সিপিবি।

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

7m ago