কাঁচা মরিচের কেজি ১৭০-১৮০ টাকা, সবজিতে স্বস্তি

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। ছবি: সুমন আলী

রাজধানীর কারওয়ান বাজারের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। গতকাল বুধবার এই দাম ছিল ২৩০-২৪০ টাকা।

বিক্রেতারা বলছেন, গতকালের তুলনায় আজ বৃহস্পতিবার বাজারে কাঁচা মরিচের সরবরাহ খানিকটা বেশি। তাই কেজিপ্রতি দাম কিছুটা কমেছে।

তারা বলছেন, কোরবানির ঈদের আগে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ছিল ৬০-৭০ টাকা। এক সপ্তাহ আগেও দাম ছিল ১৪০-১৫০ টাকার মধ্যে।

কারওয়ান বাজারে কাঁচা মরিচ আসে মূলত, ফরিদপুর, চুয়াডাঙ্গা, পাবনা, মানিকগঞ্জ, রংপুর, রাজশাহীসহ কয়েকটি জেলা থেকে।

ছবি: সুমন আলী

বাজারের মরিচ বিক্রেতা মো. মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বাজারে যে মরিচ দেখা যাচ্ছে তা অধিকাংশ ফরিদপুরের মধুখালী থেকে আসা। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম, তাই দাম বাড়তি।'

তিনি বলেন, 'বর্ষাকালে মরিচের উৎপাদন একটু কম হয়। তাছাড়া এবছর বন্যার কারণে কৃষকের মরিচ নষ্ট হয়ে গেছে। তাই সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।'

আরেক বিক্রেতা বাবলু বলেন, 'এখন বাজারে যে মরিচ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগ দেশি মরিচ। গতকাল আমরা প্রতিকেজি মরিচ কিনেছিলাম ২২০ টাকা করে। অনেক পাইকার মরিচই পাননি।'

তবে কারওয়ান বাজারে অন্যান্য সবজির দাম তুলনামূলক সস্তা দেখা গেছে। প্রতিকেজি বেগুন, পটল, ঢেঁড়স ও শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।'

এ ছাড়া আলু ৩০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০টাকা, লেয়ার মুরগি ২৮০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা ও প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১২৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে। প্রতি ডজন হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

Comments

The Daily Star  | English

Trump says Iran and Israel agree to a ceasefire

"On the assumption that everything works as it should, which it will, I would like to congratulate both Countries, Israel and Iran, on having the Stamina, Courage, and Intelligence to end, what should be called, 'THE 12 DAY WAR'"

1d ago