নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। রাজপথ বন্ধ, জান-মালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিএনপি অনেক প্রোগ্রাম দিচ্ছে। আন্দোলনের ডাক দিচ্ছে। সব জায়গায় তারা ব্যর্থ। বিএনপির বলছে তারা আন্দোলন করবে। আমরা কোনো জায়গায় বাধা দিইনি।'
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী বেজগাও ইউনিয়নের হাটভোগদিয়া এলাকার নবনির্মিত লৌহজং থানা ভবন ও ফায়ার সার্ভিস স্টেশন ভবন উদ্বোধন করেন।
তিনি আরও বলেন, 'বিএনপি আন্দোলন করবে? তাদের সঙ্গে লোকজন আছে? তাদের সঙ্গে কোন লোকজন নেই। এদেশের মানুষ আর কখনো অন্ধকারে যেতে চায় না। এদেশের মানুষ একবার আলোকিত হয়েছে, আলো ছেড়ে অন্ধকারে যাবে না।'
স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ডিজেল-ফার্নেসওয়েল সরবরাহ ঘাটতি হয়েছে। বিদ্যুৎ তৈরির যে ক্ষমতা এখনো আছে আমাদের, যা ধীরে ধীরে আরও বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই। ডিজেল ফার্নেসওয়েল এগুলো সময়মতো আমরা পাচ্ছি না। এজন্য এক ঘণ্টা লোডশেডিং।'
Comments